ই কমার্স কি ?
ই কমার্স বলতে শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস বোঝায় না , এটা দ্বারা অনলাইনে কেনাকাটা, যেকোনো পেমেন্ট করা , ডিজিটাল মার্কেটিং ও ফেসবুকে কেনাকাটা সব ধরনের কাজ বুঝায় । ই কমার্স এর জন্য আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারি ।
ই কমার্স এর বড় প্রতিষ্ঠান কারা :
বাংলাদেশের এই মুহূর্তে ই কমার্স এর সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে দারাজ । এখান থেকে আমরা আমাদের নিত্যদিনের জিনিস স্বল্প মুল্যে ক্রয় করতে পারি । চীনের ই কমার্স জায়ান্ট আলিবাবা এটি কিনে নিয়েছে। দারাজ বিদেশি একটি প্রতিষ্ঠান ।ই কমার্স এর পর যে সকল প্রতিষ্ঠান আছে সেগুলো সব বাংলাদেশের প্রতিষ্ঠান।
বাংলাদেশে ই কমার্স এর সুযোগ:
আজকের এই দিনে এসে ই কমার্স যে মানুষের জন্য কতটা প্রয়োজনীয় তা বলে বুঝানো সম্ভব নয়। পৃথিবীর প্রায় সব পন্য ই কমার্স এর মাধ্যমে দারাজ দিয়ে ক্রয় করা যায় ।ই কমার্স এর মাধ্যমে মানুষ ঘরে বসে তাদের নিত্যদিনের জিনিস স্বল্প মুল্যে ক্রয় করে । তাঁরা খুব সহজেই গ্ৰাম ও শহরের মানুষ কে সম্পৃক্ত করে তথ্য প্রযুক্তির নির্ভর নেটওয়ার্ক গড়ে তুলে ই কমার্স কাজ সম্পন্ন করছে । এতে দেশের মানুষ ও অনেক টা উপকৃত হচ্ছে। তাই বাংলাদেশে ই কমার্স এর সুযোগ অনেক ।
ই কমার্স এর কিছু জনপ্রিয় নাম :
(১)বিক্রয় কম
(২)উপহার বিডি
(৩) আইটি বাজার
(৪)আমাজন প্রভৃতি
ই কমার্স চালুর জন্য করনীয়:
ই কমার্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাথে সরাসরি জড়িত। ই কমার্স নেটওয়ার্ক চালু করার জন্য গাউন্ড ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ । ই কমার্স চালুর জন্য অনেক অর্থের প্রয়োজন হয় ।এই প্রযুক্তি চালু করার জন্য অনেক পদ্ধতি ও ব্যবহার করা হয়।
ই কমার্স খাতের জন্য যা প্রয়োজন:
বিশ্বে যখন করোনা ভাইরাসের সংক্রমণ তখন মানুষের জন্য ই কমার্স অনেকটা প্রয়োজনীয় । করোনা সংক্রমনের জন্য মানুষ ঘর থেকে বেরোতে পারতো না তখন এই ই কমার্স প্রতিষ্ঠান মানুষের খাবার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস ডেলিভেরি দিয়ে অনেক সাহায্য করেছে ।
ই কমার্স এর সুবিধা :
বাংলাদেশে ই কমার্স এর সুবিধা অনেক । ই কমার্স এর মাধ্যমে মানুষ হাতের মুঠোয় সব কিছু পেয়ে যেত ।ই কমার্স এর মাধ্যমে ডেলিভেরি করা হতো ।
ই কমার্স এর অসুবিধা:
নিত্যপ্রয়োজনীয় জিনিস যখন আমরা ক্রয় করি তখন সেটা আমরা আগে যাচাই করতে পারবো । খাবার বা জিনিসটা ভালো নাকি খারাপ সেটা আমরা ক্রয় করার আগে কোনো ভাবেই জানতে পারবো না । পন্যটির গুনগত মান সম্পর্কে নিশ্চিত হতে পারবো না ।
তাই ই কমার্স আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান । এই প্রতিষ্ঠান আমাদের জন্য অত্যন্ত উপকারী । ইচ্ছা শক্তি, সৃজনশীলতা ও পরিশ্রম আর কমার্স এর সবচেয়ে বড় মাধ্যম । সকলের জন্য ই কমার্স এর গুরুত্ব অপরিসীম।
You must be logged in to post a comment.