সর্বশেষ আপডেট: 04 মার্চ 2022:
কয়েন আইডিয়া আর্নিং প্রোগ্রাম থেকে আর্টিকেল লিখে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে আর্টিকেল লিখতে হবে। নিচে আর্টিকেল লেখার কিছু নিয়মাবলী দেওয়া হল:
যে বিষয়ে আর্টিকেল লিখতে হবে:
কয়েন আইডিয়া আর্নিং প্রোগ্রাম থেকে যদি আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই নিজের ক্যাটাগরির ওপর আর্টিকেল লিখতে হবে। তাহলে আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এসইও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স, প্রযুক্তি, কম্পিউটার ও মোবাইল, সফটওয়্যার, এন্ড্রোয়েড এপ, গেমস, বিট কয়েন, ক্রিপ্রোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি, নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারী, ব্যাংকিং, মাস্টার কার্ড , ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও একাউন্স, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স , বীমা /ইন্সুরেন্স, আইন, ভিডিও কল, ম্যাসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশুনা, বিদেশে উচ্চ শিক্ষা , অনলাইন ক্লাস, সাকসেস স্টোরি।
এর বাইরে যদি আপনি আর্টিকেল লেখেন, তাহলে আর্টিকেল পাবলিশ করা হলেও এর বিনিময়ে আপনি কোন টাকা পাবেন না।
যে কারনে আপনার লেখা প্রকাশ হয় না:
- অন্য কোন সাইট থেকে লেখা কপি করে সাবমিট করলে সেটা প্রকাশ করা হবে না।
- অন্য কোন ভাষা থেকে কোন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে ট্রান্সলেট করে প্রকাশ করলে সেটা প্রকাশ করা হবে না।
- কোন লেখা রিরাইট করে প্রকাশ করলে প্রকাশ করা হবে না। অন্য কোন লেখা সকল স্ট্রাকচার ঠিক রেখে মাঝে মাঝে শব্দ বা বাক্য এডিট করে ইউনিক করলেও লেখা প্রকাশ করা হবে না। লেখার সম্পূর্ণ স্ট্রাকচার, গ্রাফিক, এবং ফরমেট ইউনিক হতে হবে।
- আর্টিকেল এর ব্যবহার করা ইমেজগুলো কপিরাইট ফ্রি হতে হবে. এবং আর্টিকেলের টপিক এর সাথে মিলে এমন ইমেজ ব্যবহার করতে হবে
আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য শর্তঃ
- আর্টিকেল 100% ইউনিক হতে হবে। কোন ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না।
- আর্টিকেল কমপক্ষে 600 ওয়ার্ড এর হতে হবে।
- একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
- বাংলা ভাষায় লিখতে হবে।
- আপনার আর্টিকেল ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে আপনার প্রকাশিত আর্টিকেল এর লিংক প্রকাশ করতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- 600 শব্দ এর নিচে আর্টিকেল হলে, তা প্রকাশ করা হলেও তার বিনিময়ে আপনি কোনো পরিমাণ টাকা পাবেন না।
- আপনি যদি অন্য ওয়েব সাইট থেকে কপি করে আর্টিকেল blog.websoriful.com এ সাবমিট করেন। তাহলে আপনার blog.websoriful.com একাউন্টে টাকা থাকলে, আর্টিকেল কপি করে পাবলিশ করার অপরাধে আপনার একাউন্ট থেকে 2 টাকা করে কেটে নেয়া হবে।
- আপনার এপ্রোভ আর্টিকেল যদি ভবিষ্যতে প্রমাণ হয় এটি কপি করা আর্টিকেল ছিল, তাহলে এর জন্য আপনার একাউন্ট সাসপেন্ড করা হবে।
- আপনার ওয়েবসাইটের জন্যে আর্টিকেল সাবমিট করা হলে অবশ্যই তা এপ্রুভ করা হবে না।
600 শব্দের ছোট আর্টিকেল যদি এপ্রোভ করা হয়, তবে এর জন্য আপনি তাৎক্ষণিক টাকা পাবেন না, কিন্তু ভিউ থেকে টাকা পাবেন
আর্টিকেল লিখেও টাকা পাবেন না যদি আপনি,
- পার্সোনাল ফেসবুক ইউটিউব ইত্যাদি লিংক শেয়ার করলে
- কোন লিংক প্রমোট এর উদ্দেশ্যে আর্টিকেল শেয়ার করলে
- 600 ওয়ার্ড এর নিচে আর্টিকেল লিখলে
আশা করি বুঝতে পেরেছেন, কোন প্রশ্ন থাকলে [email protected] মেইল করে জানাতে পারেন।